করিমগঞ্জ (অসম),১৮ নভেম্বর (হি.স.) : রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম্স, ট্রেনিং, পেনশন অ্যান্ড পাবলিক গ্রিভেন্স বিভাগ থেকে পেনশনারদের জীবন প্রমাণপত্র ডিজিটাল পদ্ধতিতে “জীবন প্রমাণ পোর্টাল” এর মাধ্যমে জমা দিতে আহ্বান জানানো হয়েছে। এতে পেনশনারদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযোগ করতে হবে এবং ওই পোর্টলের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে।
পেনশনারদের জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার প্রক্রিয়াকে সহজতর করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে পেনশনারদের আর সশরীরে ব্যাঙ্কে উপস্থিত হতে হবে না। এ ব্যাপারে শিবির অনুষ্ঠিত করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সংযোগ এবং ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সহ ব্যাংক কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।