সুরাট, ১৮ নভেম্বর (হি.স.): একটি পরিবারের ঊর্ধ্বে কিছুই দেখতে পারে না কংগ্রেস, এটাই আসলে তাঁদের মসনসিকতা। কংগ্রেসের সমালোচনা করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার তীব্র সমালোচনা করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, রাহুল গান্ধী ”টুকড়ে টুকড়ে গ্যাং”-এর সঙ্গে ভারত জোড়ো যাত্রা করছেন৷ তিনি হিন্দু সন্ত্রাসের কথা বলেছিলেন, জেএনইউ-তে ভারতকে বিভক্ত করার চেষ্টা যারা করেছিল তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং এখন তিনি বীর সাভারকারকে নিয়ে প্রশ্ন তুলছেন৷ এটা কংগ্রেসের মানসিকতা, তারা একটি পরিবারের বাইরে কিছুই দেখে না।”
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, গুজরাট মডেল হল এক নম্বর মডেল এবং উন্নয়ন মডেল। কংগ্রেস শুধু ডিভাইড অ্যান্ড রুলের ভিত্তিতে রাজনীতি করেছে। তাঁরা জাত, সম্প্রদায় ও ধর্মের ভিত্তিতে ভোট চেয়েছেন। বিজেপি সুশাসন, উন্নয়ন ও সততার ভিত্তিতে কাজ করে।
এদিন সুরাটের মাংরোলে একটি জনসভায় ভাষণ দেন অনুরাগ। সেখানে তিনি বলেছেন, গুজরাট এখন যদি দাঙ্গামুক্ত হয় তাহলে তা বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর জন্যই। গুজরাট যত এগিয়ে যাবে, ভারত ততই উন্নতি করবে। গুজরাট জিতলে ভারত উন্নতি করবে।”

