নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে জাতীয় পুরস্কারের জন্য অনলাইনে আবেদন জমা দেওয়ার ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে, ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে সব পঞ্চায়েতের অংশগ্রহণ নিশ্চিত করতে তারিখ বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং বলেন, পঞ্চায়েতগুলি চমৎকার কাজ করছে প্রতি বছর ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে পঞ্চায়েতি রাজ মন্ত্রক কর্তৃক পুরস্কৃত ও সম্মানিত করা হয়। পঞ্চায়েতগুলিতে স্থানীয়করণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গতিকে ত্বরান্বিত করতে একটি বহু-স্তরের প্রতিযোগিতার জন্য জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিন্যাস, প্রক্রিয়া এবং বিভাগগুলি ব্যাপকভাবে সংশোধন করা হয়েছে। বিস্তারিত তথ্য এবং অনলাইন আবেদন panchayataward.gov.in-এ করা যেতে পারে।