আজীবন সদস্যদের সঙ্গে টিসিএ-র  বৈঠক ২০শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। আজীবন সদস্যদের সঙ্গে টিসির মতবিনিময় সভা হতে যাচ্ছে ২০শে নভেম্বর। ওইদিন, রবিবার বেলা সাড়ে এগারোটায় আগরতলার এগিয়ে চলো সংঘে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের আজীবন সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবে টিসিএ-র বর্তমান কমিটি। টিসিএ-র সচিব তাপস ঘোষ সংস্থার আজীবন সদস্যদের সংগঠন ডায়াস-এর সচিব মানিক দত্তকে লেখা এক চিঠিতে ওই সৌজন্য সাক্ষাৎকারে সকল আজীবন সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। এদিকে, ডায়াস-এর পক্ষ থেকে সচিব মানিক দত্ত আজ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন যে, সৌজন্যমূলক ওই সাক্ষাৎকার সভায় প্রত্যেকে তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করতে পারবেন। টিসিএ-র আজীবন সদস্যদের প্রত্যেককে মত বিনিময় সভায় যথাসময়ে  উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।