নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস । ডাঃ আনন্দ বোস বর্তমানে মেঘালয় সরকারের উপদেষ্টা । তিনি সরকারের সচিবের পদে অধিষ্ঠিত হয়েছেন । অতীতে রাষ্ট্রসংঘের বাসস্থান পরিচালনা পরিষদের সদস্য ছিলেন তিনি।
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদজীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসাবে রাজ্যপালের দায়িত্ব নেন লা গণেশন । সেই দায়িত্বই এবার গেল আইএএস অফিসার আনন্দের হাতে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর রাজ্যপাল হওয়ার ঘোষণা করা হয়েছে ।