BRAKING NEWS

দিল্লিতে বিজয় হাজারে, হিমাচলকে হারিয়ে দ্বিতীয় জয় ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। দুরন্ত ফিল্ডিং। আর এতেই আসে দ্বিতীয় জয়। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে। আয়ারফোর্স মাঠে বৃহস্পতিবার ত্রিপুরা ৩৯ রানে পরাজিত করে হিমাচল প্রদেশকে। প্রথমে ব্যাট করে ত্রিপুরার গড়া ২৬১ রানের জবাবে হিমাচল ২২২ রান করতে সক্ষম হয়। দুরন্ত ফিল্ডিং এর পাশাপাশি ত্রিপুরাকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন মণিশঙ্কর মুড়াসিং, শুভম ঘোষ এবং দীপক ক্ষাত্রীর অলরাউন্ড পারফরম্যান্স। আসরে ৪ ম্যাচ খেলে ত্রিপুরা জয় পেলো দুটি। ১৯ নভেম্বর আসরে ত্রিপুরার পঞ্চম প্রতিপক্ষ গুজরাট। সকালে টসে জয়লাভ করে হিমাচলের অধিনায়ক ঋষি ধাওয়ান ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। ত্রিপুরার শুরুটা ভালো করেছিলো দুই ওপেনার বিশাল ঘোষ এবং বিক্রম কুমার দাস।ওপেনিং জুটিতে দুজন ৭৯ বল খেলে ৪৬ রান যোগ করেন। বিক্রম ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। ব্যর্থ হয়েছেন পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি (‌১৫) এবং সহ অধিনায়ক রজত দে (‌৩)। ওই অবস্থায় বিশালের সঙ্গে রুখে দঁাড়ান অপর পেশাদার ক্রিকেটা দীপক ক্ষাত্রী। ওই জুটি প্রতিরোধ গড়ে তুলেন। গেলো ম্যাচে শতরান করা বিশাল ৫১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন। দুর্ভাগ্য দীপকের। দুরন্ত ব্যাট করেও ৪ রানের জন্য অর্ধশতরান থেকে বঞ্চিত হয়েছেন। দীপক ৫৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। দলনায়ক ঋদ্ধিমান ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন। এরপর ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার যাবতীয় দায়িত্ব কঁাধে তুলে নেন মণিশঙ্কর মুড়াসিং। ঝড়ো ব্যাট করে মণিশঙ্কর এগিয়ে নিয়ে যান দলকে। মণিকে কিছুটা সঙ্গ দেন শুভম ঘোষ।শুভমের সঙ্গে ৫৩ বল খেলে ৭৬ রান যোগ করেন মণি। শুভম ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। ত্রিপুরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬১ করে। মনি ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯ রানে অপরাজিত থেকে যান। হিমাচলের পক্ষে ডি বি রাঙ্গি (‌২/‌৪৪) এবং কে ডি সিং (‌২/‌৪৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরুতেই পি এস চোপড়াকে (‌০) তুলে নিয়ে ‌হিমাচল‌‌‌‌কে জোড় ধাক্কা দেন রাণা দত্ত। এরপর এস আরোরের সঙ্গে রুখে দঁাড়ান ‌এ আর কুমার। ওই জুটি ৪৭ রান যোগ করেন। কুমার ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। তৃতীয় উইকেটে আরোরার সঙ্গে কড়া প্রতিরোধ গড়ে তুলেন এন জি গাংটে। ওই জুটি দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দলীয় ১২৪ রানের সময় রজত দে-‌র দুরন্ত ফিল্ডিংয়ে রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরেন আরোরে। আউট হওয়ার আগে ৮৪ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন। গাংটে ৬৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করে শুভম ঘোষের বলে আউট হয়েছেন। দল যখন খাদের কিনারায় তখনই প্রতিরোধ গড়ে তুলেন দলনায়ক ঋষি ধাওয়ান। কিছুটা ঝড়ো ব্যাট করে ধাওয়ান এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু ত্রিপুরার বোলারদের চাপে কোনঠাসা ছিলো। দলীয় ২১৮ রানের মাথায় শুভম ঘোষের  নিজের দশম ওভারে ধাওয়ানকে তুলে নিয়ে ত্রিপুরাকে জয়ের স্বপ্ন দেখান। আউট হওয়ার আগে ধাওয়ান ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন। শেষ পর্যন্ত ২২২ রানে গুটিয়ে যায় হিমাচল প্রদেশ। ত্রিপুরার পক্ষে শুভম ঘোষ (‌৩/‌৪৭) সফল বোলার। এছাড়া মণিশঙ্কর মুড়াসিং, রাণা দত্ত এবং দীপক ক্ষাত্রী ১ টি করে উইকেট পেয়েছেন।‌ দুরন্ত সাফল্য গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা এবং দলের ম্যানেজার সুমন্ত দেবরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *