ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ বছরের ক্রিকেটে রাজ্যদলের অধিনায়ক দীপংকর ভাটনগর সহ এন এস আর সি সি’র আরো দুই ক্রিকেটার আকাশ রায় ও জয়জিৎ সাহা রাজ্যদল জায়গা করে নেয়ার জন্য ত্রিপুরা ক্রীড়া পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সোমবার ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী তিন উদীয়মান ক্রিকেটারকে শুভেচ্ছা জানান এবং রাজ্যের হয়ে জাতীয় আসরে ভাল খেলার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি আশা প্রকাশ করেন সুরাটে আয়োজিত আসরে এবার রাজ্যদল ভাল ফল করবে। পর্ষদের যুগ্ম সচিব জানান দীপংকর সহ এন এস আর সি সি’র রাজ্যদলের তিন ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন পর্ষদ সচিব অমিত রক্ষিতও। ক্রিকেটারদের এই সাফল্যের জন্য কোচ বিশ্বজিৎ পালকেও অভিনন্দন জানানো হয়।
2022-11-14