বেজিং, ১৪ নভেম্বর (হি.স.) : চিনে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় চিনে করোনায় সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৭২ জন, যা গত ২৫ এপ্রিলের পর সর্বোচ্চ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রবিবার করোনায় সংক্রমিত হয়েছিলেন ১৪ হাজার ৭৬১ জন। শূন্য কোভিড নীতি বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছে চিন। সংক্রমণ কমে আসায় বিধিনিষেধ শিথিল করার পদক্ষেপ নিয়েছিল দেশটি। এরমধ্যেই আবারও উদ্বেগজনকহারে বাড়ছে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা। চিনের সাংহাই শহরে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। এছাড়া বেইজিং, চংকিং, গুয়াংজু ও জেনঝুতেও করোনা সংক্রমণের হার বাড়ছে।