নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ নভেম্বর৷৷ সবুজ ত্রিপুরা,স্বচ্ছ ত্রিপুরার এই স্লোগানকে সামনে রেখে কাঠিয়া বাবা চেরিটেবল সোসাইটি পরিচালিত সবুজ সাথী সামাজিক সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ এবং স্বচ্ছ ত্রিপুরার গঠন করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সারা ত্রিপুরা ব্যাপি এক সচেতনতামূলক বাইক রেলির আয়োজন করা হয়েছে৷ আগামী ১৮ই নভেম্বর সকাল১০ টায় উমাকান্ত সুকলের সামনে থেকে শুরু হবে এই বাইক রেলি৷ আগরতলা থেকে শুরু হয়ে মেলাঘর, সোনামুড়া, বিলোনিয়া, সাব্রুম, উদয়পুর, গন্ডাছড়া, অমরপুর, আমবাসা, প্যাচারথল, জম্পুই হিল, ধর্মনগর, কৈলাশহর কমলপুর হয়ে এই বাইক রেলির সমাপ্ত হবে৷ দশ দিনের লক্ষ্য মাত্রার রাখা হয়েছে এই বাইক রেলির৷ প্রতিদিন প্রায় ৮০ কিলোমিটার যাত্রা করবে এই রেলি৷রেলিতে ৩৫ থেকে ৪০ জন সেচ্ছাসেবক অংশ নেবে৷ রেলি চলাকালীন সময়ে রাজ্যের বিভিন্ন সুকল বাজার এবং জনবহুলস্থানে উক্ত বিষয়গুলোকে নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করবে সংস্থার স্বেচ্ছাসেবীরা৷ মোহনপুর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটির সেক্রেটারি মান্না রায়৷ এই বাইক রেলিটিতে ত্রিপুরা পুলিশ এবং বনদপ্তর অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি৷
2022-11-13