নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে রাজ্যে এসে পুলিশের হাতে আটক বাংলাদেশের এক ব্যবসায়ী৷ ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশের রাজধানী ঢাকার মানিকগঞ্জ জেলার বাসিন্দা সামসুল আলম গত কিছুদিন পূর্বে অতিশ দেবনাথ নামে এক দালালের হাত ধরে কসবা সীমান্ত দিয়ে রাজ্যে আসে অবৈধ ভাবে৷ রাজ্যে আসার পর সে কলকাতা তার এক বন্ধুর সাথে দেখা করতে যায়৷ কিন্তু সেখানে যাওয়ার পর ছিনতাইকারিরা তার কাছ থেকে ব্যাগ, মোবাইল, নগদ টাকা ইত্যাদি ছিনতাই করে নিয়ে যায়৷ তারপর সামসুল আলম পুনরায় রাজ্যে এসে অতিস দেবনাথ নামে দালালের খোঁজাখুঁজি শুরু করে৷ বহু খোঁজাখুঁজির পরও সে অতিস দেবনাথের কোন সন্ধান পায়নি৷ তখন নিরুপায় হয়ে সে বিশালগড় থানার দ্বারস্থ হয়৷ কিন্তু বিশালগড় থানার পুলিশ তাকে থানা থেকে তাড়িয়ে দেয়৷ তারপর সে বক্সনগড় এলাকায় চলে যায়৷ বক্সনগর মোটর স্ট্যান্ডে ঘোরাঘুরি করার সময় কলমচৌড়া থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়৷ তখন সামসুল আলম পুলিসকে গোটা ঘটনার বিষয়ে জানায় এবং সে নিজেই স্বীকার করে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে এসে সে অপরাধ করেছে৷ তার জন্য সে অনুতপ্ত৷ পুলিশ সবকিছু জানার পর তাকে খাবারের ব্যবস্থা করে দেয় এবং তার চিকিৎসার ব্যবস্থা করে দেয়৷ পাশাপাশি তাকে বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে৷ কলমচৌড়া থানার পুলিশ এই ভুমিকায় খুশি সামসুল আলম৷ সে পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে৷
2022-11-13