জলপাইগুড়িতে ব্রাউন সুগারসহ ধৃত দুই

জলপাইগুড়ি, ১২ নভেম্বর (হি. স.) : স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাতে ১কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম নাসিরুল হক ও আরিফ শেখ। দুজনেই মালদার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মালদা থেকে শিলিগুড়িতে মাদক পাচার হতে চলেছে বলে খবর পায় পুলিশ। এরপর শুক্রবার রাতে ফুলবাড়ির ক্যানাল রোড এলাকায় এনজেপি থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ সহায়তায় অভিযান চালায়। এরপর সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। আটক সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় ১ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে পরবর্তী পদক্ষেপ শুরু হয়েছে।