রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যে দলের টুইটারে অবস্থান স্পষ্ট করল তৃণমূল

কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। যা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইটার হ্যান্ডেলে টুইট করে জানায়, ‘ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর প্রতি আমরাদের পরম শ্রদ্ধা রয়েছে। আমরা বিধায়ক অখিল গিরির এই দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র সমালোচনা করছি। তৃণমূল কোনওভাবেই তার মন্তব্যকে সমর্থন করে না।’

প্রসঙ্গত, নন্দীগ্রামে অখিল গিরির একটি সভার ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে। ওই সভায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও ছিলেন। সেখানে অখিল গিরিকে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করতে শোনা যায়। যার বিরুদ্ধে গর্জে উঠেছে বিজেপি। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তৃণমূলকে আদিবাসী বিরোধী বলে তকমা দিয়েছে বিজেপি। এরফলে পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তিতে পড়েছে । এর পরে নিজেদের অবস্থান স্পষ্ট করে তৃণমূল। এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে জানাল তৃণমূল।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইটার হ্যান্ডেলে টুইট করে জানায়, ‘ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর প্রতি আমরাদের পরম শ্রদ্ধা রয়েছে। আমরা বিধায়ক অখিল গিরির এই দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র সমালোচনা করছি। তৃণমূল কোনওভাবেই তার মন্তব্যকে সমর্থন করে না।’ সেইসঙ্গে আরও লেখা হয়েছে, ‘নারীর ক্ষমতায়নের যুগে এই ধরনের দুর্ব্যবহার মোটেই কাম্য নয়।’

যদিও রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়ার পরে ক্ষমা চেয়েছেন অখিল গিরি। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে তিনি এরকম মন্তব্য করে ফেলেছেন। শনিবার তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘শুভেন্দু অধিকারী আমাকে বিভিন্ন জায়গায় কটুক্তি করেছে। আমি বয়স্ক মানুষ। মনে ক্ষোভ জমে ছিল। আমি রাষ্ট্রপতিকে অসম্মান করিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *