কিশনগঞ্জ, ৭ নভেম্বর (হি.স.) : পারিবারিক কলহের জেরে বৌদির গায়ে অ্যাসিড ছিটিয়ে গ্রেফতার দেওর। এই ঘটনায় গুরুতর জখম হন বৌদি ও তাঁর ছেলে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের বিশুনপুরের কৈরি বীরপুর গ্রামে। সোমবার ধৃতকে কিশনগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
জানাগেছে, এদিন পারিবারিক কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দেওর সদানন্দ সাহার(৩৫) সঙ্গে বিবাদ বাধে বৌদি সুলতা সাহার(৪০)। বিবাদ চলাকালীন আচমকাই সদানন্দ অ্যাসিড ছিটিয়ে দেয় সুলতার শরীরে। মহিলার চিৎকার শুনে ঘটনাস্থলে আসে তাঁর ছেলে কিরণ সাহা(১৮)। কিরণের গায়েও অ্যাসিড ছিটিয়ে দেয় অভিযুক্ত যুবক। তাঁদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে অ্যাসিড আক্রান্ত মা ও ছেলেকে স্থানান্তরিত করা হয় কিশনগঞ্জ হাসপাতালে। এই দিনই গ্রামের মাতব্বরেরা শালিসি সভা ডেকে বিবাদ মিটয়ে ফেলার চেষ্টা করা হয়।
এদিকে, কিশনগঞ্জ হাসপাতালের তরফে বিষয়টি জানান হয় কোচাধামন পুলিশ থানায়। এদিন রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক সদানন্দ সাহাকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে কিশনগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।