ভোপাল, ৭ নভেম্বর (হি.স.): নামিবিয়া থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আসা দু’টি চিতা দিব্যি আছে। দু’টি পুরুষ চিতা বাঘকে কোয়ারেন্টাইনে রাখার পর শনিবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। চিতা দু’টি জঙ্গলে নামা থেকেই স্বাভাবিক আচরণ করেছে। শিকারের জন্য ছটফট করছে। ২৪ ঘণ্টার মধ্যেই চিতা দু’টি শিকার করতে পেরেছে বলেও জেলা বন দফতরের কর্তা পিকে ভর্মা জানিয়েছেন।
চিতাগুলি একটি চিতল হরিণ ধরতে পেরেছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকালের মধ্যে কোনও এক সময় হরিণটি শিকার করেছে তারা। শিকারে সফল এই চিতাদের একটির নাম ফ্রেডি, অন্যটির নাম এলটন। কুনোর জঙ্গলে প্রায় ৫০ দিন নিভৃতবাসে রাখা হয়েছিল চিতাগুলিকে। এরপর দু’টি পুরুষ চিতাকে আরও বড় এলাকায় ছাড়া হয়। তার পরেই এল চিতাদের শিকারে প্রথম সাফল্য।