কংগ্রেস কখনই দেশের নিরাপত্তা, জনগণের আবেগের কথা চিন্তাই করে না : যোগী আদিত্যনাথ

হারোলি, ৭ নভেম্বর (হি.স.): রাম মন্দির নির্মাণ হোক অথবা সার্জিক্যাল স্ট্রাইক কিংবা ৩৭০ ধারা বিলোপ, কংগ্রেস কখনই এই সমস্ত পদক্ষেপ নিতে পারত না, কারণ কংগ্রেস দেশের নিরাপত্তা ও জনগণের আবেগের কথা চিন্তা করেই না। হিমাচল প্রদেশের উনা জেলার হারোলি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এই কথাই বলেছেন বিজেপি নেতা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আদিত্যনাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় ছুঁয়ে চলেছে এবং বিশ্ব মঞ্চে দেশের মর্যাদা বেড়েছে।

সোমবার এক সমাবেশে যোগী আদিত্যনাথ বলেন, কেন্দ্রের বিজেপি সরকার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে সার্জিক্যাল স্ট্রাইক এবং ৩৭০ ধারা বাতিলের মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণও এই সরকারের অধীনে শুরু হয়েছে। যোগী আরও বলেছেন, কংগ্রেস কি কখনও এমন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে? না সেটা তাঁরা করতেই পারবে না। কংগ্রেস একটি পরিবারের একটি দল, কংগ্রেস দেশের নিরাপত্তা এবং জনগণের আবেগের কথা চিন্তা করে না। তাই এই ধরনের দলকে ভোট দিয়ে লাভ কী?” তিনি আরও অভিযোগ করেছেন, কংগ্রেস সমস্ত ধরণের মাফিয়াকে সমর্থন করেছে, যেমন “ড্রাগ মাফিয়া, ভূমি মাফিয়া, খনি মাফিয়া”। তিনি যোগ করেছেন, এই ধরনের অনেক মাফিয়া কংগ্রেসের অধীনে বিকাশ লাভ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *