নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন৷ ইতিমধ্যে নির্বাচনের দামামা বেজে গেছে৷ সোমবার রাজ্য সফরে এসেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা৷
সোমবার এম বি বি বিমানবন্দরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ সেখান থেকে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সরকারী বাসভবনে৷ সেখানে দুজনের মধ্যে বেশ কিছুক্ষন কথা হয়৷ তার আগে পুস্পস্তকব ও বাঁশের তৈরি দুর্গা প্রতিমার মুখাবয়ব তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ ছিলেন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ এদিন রবীন্দ্রভবনে বিজেপি- ত্রিপুরা প্রদেশ আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশ নেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ বুথ বিজয় অভিযানের সূচনা করেন তিনি৷ তিনি এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যীকে সঙ্গে নিয়ে ৮ নং টাউন বড়দোয়ালির ৩৩ নম্বর ওয়ার্ডের ২৮ নং বুথ পরিদর্শন করেন৷ তারপর ৮ নং টাউন বড়দোয়ালির ৩৯ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বুথ পরিদর্শন করেন৷ সঙ্গে ছিলেন ত্রিপুরার নির্বাচন প্রভারী ডঃ মহেশ শর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, তারপর সেখান থেকে চলে যান একই বিধানসভা কেন্দ্রের দুই নম্বর বুথ পরিদর্শন করতে৷ সেখানে উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং সংগঠন মন্ত্রী ফনিন্দ শর্মাকে সাথে নিয়ে বুথ পরিদর্শন করেন৷ তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৫ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বুথ পরিদর্শনে যান৷ তারপর নির্বাচন প্রভারি এবং মন্ত্রী রামপ্রসাদ পালকে নিয়ে একই বিধানসভা কেন্দ্রের ১৩ নং ওয়ার্ডের ১৫ নম্বর বুথ পরিদর্শন করেন৷ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং বিজেপির সর্বভারতীয় মুখপাত্র এস পাত্রাকে সাথে নিয়ে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রেরই ৮ নং ওয়ার্ডের ৪৪ নম্বর বুথ পরিদর্শন করেন বলে দলীয় সূত্রে খবর৷
এদিকে, নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বিজেপির বুথ বিজয় অভিযান৷ এই বুথ বিজয় অভিযানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, প্রদেশ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ডাক্তার মহেন্দ্র সিং৷ এইদিন রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার গাড়িতে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে ব্যান্ড পার্টির বাজনার মাধ্যমে হিমন্ত বিশ্বশর্মাকে স্বাগত জানানো হয়৷ পড়ে রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে বুথ বিজয় অভিযানের সুচনা করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ এইদিনের বুথ বিজয় অভিযানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ডাক্তার মহেন্দ্র সিং বলেন আগামিদিনে ত্রিপুরা রাজ্যকে এক নাম্বার রাজ্যে পরিণত করতে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে৷ আসন্ন নির্বাচনে সব কয়টি আসনে বিরোধীদের জামানত জব্ধ হবে৷এইদিনের বুথ বিজয় অভিযানে আসামের মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপির নির্বাচনী প্রভারি, রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা, বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী ফণীন্দ্র নাথ শর্মা, রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা৷ প্রদেশ বিজেপি নেতৃত্ব, জেলা স্তরের নেতৃত্ব, মণ্ডল, বুথ ও শক্তিকেন্দ্রের পদাধিকারিরা এইদিনের বুথ বিষয় অভিযানে অংশগ্রহণ করেন৷
2022-11-07