নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে মধ্যগনকি এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়৷ দুই ঘন্টায় সাত কিলোমিটার উঁচু উঁচু টীলাভুমির রাস্তা পরিক্রমা করে মিছিল৷দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ, বিদ্যুৎ , পানীয় জল ও সড়ক যোগাযোগ ব্যাবস্থার পরিষেবার মানোন্নয়ন ও রাজ্য জুড়ে লাগাতার সন্ত্রাস সৃষ্টির শাসকদলীয় ষড়যন্ত্র বন্ধ করার দাবীতে এদিন মিছিলের কর্মসূচী ছিল মধ্য গণকী ও পূর্ব সোনাতলা সহ রাধাচরণনগরে৷সি পি আই এম মহকুমা কমিটির আহ্বানে খোয়াই বিধানসভা কেন্দ্রের বুথে বুথে গত দুই মাস ধরে চলছে মিছিল পদযাত্রার সাহসী কর্মসূচী৷ শনিবার প্রথমে শহর থেকে দেড়শত মোটর বাইকের সাড়া জাগানো রেলী ছুটে চলে রাধাচরণনগর অভিমুখে৷আগে থেকেই সেখানে জড়ো ছিলেন পায়ে হাঁটা মিছিলের অগ্রণী পদাতিক বাহিনীর সেনানীরা৷বেলা সাড়ে বারোটায় রাধাচরণনগর থেকে বের হয় মিছিল৷ সি পি আই এমর রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, পার্টির জেলা কমিটির সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য্য , পার্টিনেতা কানন দত্ত, বিষ্ণুজিৎ দস্তিদার, গৌতম পাল , মনোজ দাস, অজয় দাস প্রমুখ নেতৃবৃন্দকে পুরোভাগে রেখে মিছিল শুরু হয়ে রাধাচরণনগর থেকে পূর্ব সোনাতলার ঝিলমিল পার্ক কমপ্লেক্স, তবলাবাড়ী ইত্যাদি এলাকা পরিক্রমাকালে মোট তিনটি বুথের বিভিন্ন জনপদ৷
সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস অভিযোগ করে বলেন, সকাল থেকেই পরিকল্পনা করে মিছিল আটকাতে পথে নামে এলাকার বিজেপি নেতৃত্ব৷একটি গাড়িতে বক্স বেঁধে গোটা এলাকায় বেশ কয়েকবার চক্কর কাটে৷এলাকায় ভয়ভীতির সন্ত্রাসী আবহ সৃষ্টি করাই ছিল এদের উদ্দেশ্য৷যাতে কেউ মিছিলে আসার সাহস না পায়৷
2022-11-06