শ্রীমগর, ৫ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এলাকায় দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। ধৃত দুই লস্কর জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, পিস্তলের গুলি, আইইডি, গ্রেনেড ও অন্যান্য লড়াইয়ের সামগ্রী।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বারামুল্লা জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে দুই লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে সোপোরে পুলিশ ও সেনাবাহিনী। সোপোরের শাহ ফয়সল মার্কেট থেকে এক লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, পরে আরও একজনকে পাকড়াও করা হয়। সোপোরে বাসস্ট্যান্ড থেকে মার্কেটের দিকে আসার সময় একজনকে দেখে সন্দেহ হয় পুলিশের, তার হাতে একটি সন্দেহজনক ব্যাগ ছিল। তাকে থামতে বলা মাত্রই সে পালানোর চেষ্টা করে, তখনই গ্রেফতার করা হয়। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। ধৃত জঙ্গিদের মধ্যে একজনের নাম রিজওয়ান মুস্তাক ওয়ানি।

