আগরতলা, ৫ নভেম্বর৷৷ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য রাজ্যের বর্তমান সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে৷ এজন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আজ লেফুঙ্গার শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল হল প্রাঙ্গণে প্রতি ঘরে সুুশাসন অভিযানের অঙ্গ হিসেবে লেফুঙ্গা ব্লকভিত্তিক বিকাশ মেলার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা৷ সমাজের একেবারে অন্তিম ব্যক্তির কাছে পর্যন্ত যাতে বিভিন্ন পরিষেবা গিয়ে পৌঁছে সেজন্য বিশেষভাবে জোর দেওয়া হয়েছে৷ এজন্যই গ্রাম প’ায়েত ও ভিলেজ কমিটি স্তর থেকে শুরু করে সর্বত্র বিকাশ মেলার আয়োজন করা হচ্ছে৷ পিছিয়েপড়া সকল অংশের মানুষের উন্নয়নে রাজ্য সরকার আন্তিরক এবং তাদের অবস্থার উন্নয়নের জন্য একের পর এক উদ্যোগ নেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায়৷ সভাপতিত্ব করেন লেফুঙ্গা বিএসির চেয়ারম্যান রণবীর দেববর্মা৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফুঙ্গা বিএসির ভাইস চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা, লেফুঙ্গার বিডিও কমল দেববর্মা প্রমুখ৷
মেলায় প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ৫০ জনকে শূকর পালনে এবং ১২৮ জনকে মোরগ পালনে সহায়তা করা হয়৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ১৯ জনকে হুইল চেয়ার, ওয়াকিং স্টিক, শ্রবণ যন্ত্র এবং ১৫ জনকে বিভিন্ন রেশন সামগ্রী দেওয়া হয়েছে৷ বন দপ্তরের পক্ষ থেকে ৩০০টি বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে৷ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ড্রপ আউট ১২ জন ছাত্রছাত্রীর মধ্যে সুকলের ব্যাগ বিতরণ করা হয়েছে৷ টিআরএলএম থেকে ৭টি স্বসহায়ক দলের হাতে ২ লক্ষ, ১.৫ লক্ষ ও ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে৷
2022-11-05