নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : পরিবেশ বান্ধব এবং চলতি উন্নয়নের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, এর পরিকাঠামো তৈরি এবং বৃত্তাকার অর্থনীতি উভয়কেই গতি দেবে।
বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি টুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “পরিকাঠামো তৈরি এবং সার্কুলার অর্থনীতি উভয়ই গতি পাবে। এই প্রচেষ্টার সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন।”