চেন্নাই, ৫ নভেম্বর (হি.স.): তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে প্রায় একশো বছরের পুরানো একটি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। সকলেই পথচারী বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে চেন্নাইয়ের এনএসসি বোস রোডের (চেন্নাইয়ের মিনি স্ট্রিট) ওপর অবস্থিত একটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ইট-কংক্রিটের নীচে চাপা পড়ে যান ৪ জন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের ও ৩ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আরও একজনের মৃত্যু হয়েছে। চেন্নাইয়ের রাজীব গান্ধী হাসপাতালে যাঁর মৃত্যু হয়েছে তিনি হলেন শঙ্কর। দমকল জানিয়েছেন, শুক্রবার রাতে চেন্নাই শহরের এনএসসি বোস রোডে ১০০ বছরের পুরনো একটি ভবনের একটি অংশ ধসে পড়ে পথচারীদের ওপর। কয়েকদিনের বৃষ্টির কারণে ভবনটি দুর্বল হয়ে পড়েছিল বলে জানা গিয়েছে।