রাঁচি, ৩ নভেম্বর (হি.স.) : বেআইনি পাথর খনির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দলের সামনে হাজির হলেন না মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আজ নোটিশ পাঠিয়ে মুখ্যমন্ত্রী সোরেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি।
মুখ্যমন্ত্রীকে ইডি তলব করার পর রাজ্যে রাজনৈতিক আলোড়ন তীব্র হয়েছে। মানি লন্ডারিং এবং অবৈধ খনির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি মুখ্যমন্ত্রী সোরেনকে সকাল ১১.৩০ টায় ডেকেছিল। এই মামলায় ইডি-র পদক্ষেপের সময়, অনেক বড় ব্যবসায়ী এবং রাজনৈতিক মুখ সামনে এসেছে। ইডি আধিকারিকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় কর্মী ও সমর্থকরা প্রতিবাদ করতে পারে। এই আশঙ্কার কারণে ইডি আধিকারিকরা সম্প্রতি পুলিশ সদর দফতরে একটি চিঠি পাঠিয়েছিলেন, নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।