কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : বিজেপি-র পুরসভা অভিযানে দলের ১০২ জন আটক হয়েছেন। বৃহস্পতিবার বিজেপি-র তরফে লিখিতভাবে এই দাবি করা হয়।
এর মধ্যে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও বিধায়ক অগ্নিমিত্রা পাল, তিন পুরপিতা মীনাদেবী পুরোহিত, বিজয় ওঝা ও সজল ঘোষ-সহ ৫৮ জনকে আটকয়করা হয় লালবাজার সেন্ট্রাল লক আপে। দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান-সহ ৪৪ জনকে আটক করা হয় হেস্টিংস থানায়।
বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে দলের রাজ্য সদর দফতর থেকে কলকাতা পুরসভা অভিযান শুরু করেন বিজেপি কর্মীরা। সঙ্গে ছিল মশার বিশাল মডেল, মশারি। মিছিল যোগাযোগ ভবনের সমানে পৌঁছতেই ব্যারিকেড করে আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। স্লোগান ওঠে ‘কলকাতা পুরসভা হায় হায়’। পুলিশের বাধার মুখে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা।

