হায়দরাবাদ, ২ নভেম্বর (হি.স.): কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় এবার পা মেলালেন অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা পূজা ভাট। বুধবার সকালে হায়দরাবাদ শুরু থেকে শুরু হয় রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, সেই পদযাত্রায় অংশ নেন অভিনেত্রী পূজা ভাট। সকাল ৬টা নাগাদ হায়দরাবাদ শহর থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। পদযাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অংশ নেন পূজা ভাট।
দেখতে দেখতে ৫৬-তম দিনে পড়ল রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়া যাত্রা। কংগ্রেসের এই ভারত জোড়া যাত্রা-কে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে এদিনও উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। পূজা ভাটের যোগদান প্রসঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, “প্রতিদিনই সৃষ্টি হচ্ছে নতুন ইতিহাস… প্রতিদিনই দেশে বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা।”

