য়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : দিল্লির ক্রমবর্ধমান দূষণ নিয়ে দিল্লি সরকারকে একটি নোটিশ জারি করেছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর)। এনসিপিসিআর-এর সভাপতি প্রিয়াঙ্ক কানুনগো বলেন, দিল্লিতে দূষণের উদ্বেগজনক স্তরের কারণে স্কুলের শিশুদের নিরাপত্তা উদ্বেগের বিষয়। এখন পর্যন্ত দিল্লি রাজ্য সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। শিশুরা স্কুলে যাওয়ার পথে, খেলার মাঠে বিষাক্ত বাতাসের সংস্পর্শে আসে। এই অবহেলা অন্যায়, অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
প্রিয়াঙ্ক কানুনগো দিল্লির প্রিন্সিপাল সেক্রেটারিকে নোটিশ জারি করে জবাব চেয়েছেন। নোটিশে তিনি জিজ্ঞাসা করেছেন ক্রমবর্ধমান দূষণের পরিপ্রেক্ষিতে দিল্লির স্কুলগুলিতে কতগুলি স্মোগ টাওয়ার স্থাপন করা হয়েছে। তিনি বলেন, কিছু করতে না পারলে অন্তত শিশুদের স্কুল বন্ধ করে দিতে হবে। যাতে শিশুদের উপর দূষণের প্রভাব কম হয়।