নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): ভারতে বিনিয়োগ মানেই গণতন্ত্রের জন্য বিনিয়োগ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বেঙ্গালুরুতে আয়োজিত ‘বিনিয়োগ কর্ণাটক ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে বিনিয়োগ অর্থ-গণতন্ত্রে বিনিয়োগ, বিশ্বের জন্য বিনিয়োগ, একটি সুন্দর ধরিত্রী মাতার জন্য বিনিয়োগ, একটি স্বচ্ছ ও নিরাপদ গ্রহের জন্য বিনিয়োগ।
বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘বিনিয়োগ কর্ণাটক ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী আরও বলেছেন, সেমিকন্ডাক্টর মিশনের সঙ্গে ভারত একটি বৈশ্বিক উৎপাদন শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে। মোদী বেলেভ্যেন, শক্তিশালী গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের কারণেই ভারত সমগ্র বিশ্বে একটি উজ্জ্বল স্থান হিসাবে প্রজ্বলিত হচ্ছে।