কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : নভেম্বর-ডিসেম্বরে রাজ্যে অশান্তির আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে রাজ্যে অশান্তি করানোর ছক হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে এভাবেই সতর্ক করে মুখ্যমন্ত্রী পুলিশ ও প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দিলেন। বলেন, সরকারকে বিপাকে ফেলতে আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা হতে পারে ।
গত কয়েকদিন ধরে বিজেপি নেতাদের মুখে শোনা যাচ্ছিল ডিসেম্বরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। বিজেপির এই হুমকির প্রেক্ষিতে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আশঙ্কাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে যে এদিন মন্ত্রিসভার বৈঠকে তিনি সরকারি আমলা পুলিশ এবং রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের সতর্ক করে দিয়েছেন । দলের মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা এলাকায় থাকুন। জনপ্রতিনিধিদের এলাকায় থাকতে বলুন। বিজেপি নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে ইন্ধন জোগাতে পারে।’’ মুখ্যমন্ত্রী এও বলেছেন, ‘‘পুলিশকে আরও নাকা চেকিং বাড়াতে হবে। যাতে কোনও ধরনের ছোটখাট ঘটনাও না ঘটে।’’
চক্রান্ত যাতে বাস্তবে রূপ নিতে না পারে, তার জন্যই প্রশাসনকে নবান্নে মন্ত্রিসভার বৈঠক থেকে আগাম সতর্ক করেন মুখ্যমন্ত্রী। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ, যেখানেই গোলমালের খবর পাবেন সেখানে তত্ক্ষণাত্ পৌঁছে সেই গোলমাল যাতে কিছুতে ছড়াতে না পারে বা বড় আকার না নিতে পারে, তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
2022-11-02