বেজিং, ২ নভেম্বর (হি.স.) : পাকিস্তানের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করতে চিন সম্পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার এমনটাই জানা গিয়েছে বেজিং সূত্রে। চিন এবং পাকিস্তানের উচিত নিজের অর্থনৈতিক করিডোর নির্মাণের সঙ্গে আরও কার্যকরভাবে এগিয়ে যাওয়া, পাশাপাশি গোয়াদর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণকে ত্বরান্বিত করা।
পাকিস্তানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পর জানা গিয়েছে, উভয় দেশের মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। প্রিমিয়ার লি কেকিয়াং-এর আমন্ত্রণে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দু’দিনের সরকারি সফরে বেজিংয়ে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখবাজ। বৈঠকটি মূলত সিপিইসি প্রকল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ছিল। চিনের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে দুই নেতা অর্থনীতি ও বিনিয়োগে বিস্তৃত ভিত্তিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।