নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ মঙ্গলবার থেকে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ১০দফা দাবিতে উজ্জয়ন্ত প্যালেসের সামনে গণ অবস্থান সংগঠিত করা হয় ৷
দাবি মিটিয়ে না দিলে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছে৷ রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দুই দিনের গন অবস্থানের আয়োজন করা হয় তুলসীবতি সুকল সংলগ্ণ এলাকায়৷ মোট ১০ দফা দাবিতে তাদের এই গণ অবস্থান৷ দাবি গুলি অতিসত্বর সরকার না মেনে নিলে জাতীয় সড়ক অবরোধের হুমকি দেন সংগঠনের রাজ্য সভাপতি৷ গণবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভাপতি বলেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তির ভিত্তিতে যেসব বিষয় উঠে এসেছিল সেই দাবি অবিলম্বে পূরণ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনের শামিল হতে বাধ্য হবেন৷ তাদেরকে সুষ্ঠু পুনর্বাসন দেওয়ার কথা থাকতেও এখনো সুষ্ঠু পুনর্বাসনের আওতায় আসেননি অনেকেই৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য গড় বরাদ্দ করার জন্য তিনি দাবী জানান৷ আত্মসমর্পণকারী যাদের বিরুদ্ধে মামলা ছিল সেসব মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা থাকলেও এখনো ওইসব মামলায় হয়রানির শিকার হতে হচ্ছে তাদের৷ এসব বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দপ্তরের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করার পরও দাবি পূরণ না হওয়ায় তারা গুনো অবস্থান আন্দোলনের শামিল হয়েছেন৷ এরপরও যদি সরকার দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবেন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন৷ তাদের এই কোন অবস্থান আন্দোলন আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে৷
2022-11-01