থাকল না বৈষম্য, রোহিত-বিরাটদের সমান পারিশ্রমিক পাবেন মহিলা ক্রিকেটাররাও

মুম্বই, ২৭ অক্টোবর (হি. স.) : ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ঐতিহাসিক সিদ্ধান্ত। টিম ইন্ডিয়ায় থাকবে না আর বেতন বৈষম্য। এবার থেকে পুরুষ ও মহিলা ক্রিকেটাররা পাবেন সমান বেতন। অর্থাৎ রোহিত শর্মার টিম ইন্ডিয়ার সদস্যরা এবং হরমনপ্রীত কৌরের দল তিনটি ফরম্যাটে একই পরিমাণ ম্যাচ ফি পাবেন। লক্ষ্মীবার বিসিসিআইয়ের তরফে এই যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা করেছেন সচিব জয় শাহ।

বেশ কিছুদিন আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড মহিলা ও পুরুষ ক্রিকেটারদের মধ্যে বেতন-বৈষম্য ঘোচানোর জন্য পদক্ষেপ নিয়েছিল। বাহবা কুড়িয়েছিল কিউয়ি বোর্ড। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডে আমূল পরিবর্তন হয়েছে। বোর্ড প্রেসিডেন্টের পদে বসেছেন প্রাক্তন ক্রিকেটার রজার বিনি। তার কয়েকদিনের মধ্যে কিউয়ি ক্রিকেট বোর্ডের পথে হেঁটে দুই ক্যাটাগরিতেই বেতন-বৈষম্য ঘোচাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

জয় শাহ টুইটারে লেখেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, লিঙ্গ বৈষম্য দূর করতে আমরা একটি পদক্ষেপ নিয়েছি। বোর্ডের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের জন্য বেতনে সমতা নীতি এনেছি। পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি সমান হবে। কারণ ভারতীয় ক্রিকেট লিঙ্গ সমতার এক নয়া যুগের দিকে এগোচ্ছে।” টেস্ট ফরম্যাটে বিরাটরা ১৫ লাখ, ওয়ান ডে ফরম্যাটে ৬ লাখ এবং টি-২০ ফরম্যাটে ৩ লাখ টাকা পান। মহিলা ক্রিকেটাররাও এবার থেকে বিরাটদের মতোই সমান ম্যাচ ফি পাবেন।

জয় শাহ জানিয়েছেন, বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল এই সিদ্ধান্তে সায় দিয়েছে। একইসঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিশ্বের বাকি ক্রিকেট বোর্ডগুলিকে বার্তা দিয়ে রাখল। আগামী বছর থেকে শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল। ভারতীয় ক্রিকেটে লিঙ্গ বৈষম্য দূর করতে যে সচেষ্ট বিসিসিআই, এই সিদ্ধান্তগুলির মাধ্যমে সেই বার্তা পৌঁছে দিলেন জয় শাহরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *