BRAKING NEWS

দেবরের কুপ্রস্তাব, রা‌জি না হওয়ায় ধারা‌লো অস্ত্রের কো‌প বউদিকে, এফআইআর বাজা‌রিছড়া থানায়

বাজা‌রিছড়া (অসম), ২৭ অক্টোবর (হি.স.) : দেবরের কুপ্রস্তা‌বে রা‌জি হননি। তাই তার ধারা‌লো অস্ত্রের কো‌প পড়েছে বউদির ওপর। ধারা‌লো অস্ত্রের কো‌পে গুরুতরভাবে আহত বউদি প্রাণ রক্ষার জন্য স্বামীর বা‌ড়ি ছে‌ড়ে উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ফুলবাড়ির জলাইবা‌ড়ি গ্রা‌মে বাবার বাড়িতে আশ্রয় নি‌য়ে‌ছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার (অসম) বাজারিছড়া থানাধীন লোয়াইর‌পোয়া ব্ল‌কের বাঘন গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর কাঁঠালত‌লিতে। এ ঘটনার জন্য দেবর‌ সাইবুর রহমানকে অভিযুক্ত ক‌রে সুবিচারের আর্জি জানিয়ে বাজারিছড়া থানায় এক‌টি লি‌খিত এজাহার দায়ের করেছেন গৃহবধূ।

পু‌লি‌শে প্রদত্ত অভিযোগপ‌ত্রে কাঁঠালত‌লি এলাকার তৈয়বুর রহমানের স্ত্রী রু‌কিয়া বেগম লিখেছেন, তাঁর দেবর সাইবুর রহমান পাশের বাড়িতে থাকেন। গত সোমবার রাত আনুমানিক ১১টা নাগাদ স্বামীর অনুপ‌স্থি‌তির সু‌যো‌গে সবজি নেওয়ার অজুহাতে দেবর সাইবুর তাঁর বা‌ড়ি‌তে এসে ডাকাডা‌কি ক‌রে। তি‌নি সরল ম‌নে তা‌কে সব‌জি দি‌তে ঘ‌রের দরজা খুললে সে প্রথ‌মে তাঁকে ঝাপ‌টে ধ‌রে কুপ্রস্তাব দেয়। এতে তি‌নি রা‌জি না হওয়ায় তাঁকে টানা-হ্য়াঁচড়া ক‌রে বলপূর্বক ধর্ষণের চেষ্টা ক‌রে। তাঁর হাল্লা-চিৎকা‌রে সাইবুর অবস্থা বেগ‌তিক দে‌খে পা‌লি‌য়ে যায়।

পেশায় রং মিস্ত্রি স্বামী তৈয়বুর বাড়িতে আসলে তাঁকে ঘটনা সম্প‌র্কে অবগত ক‌রেন স্ত্রী রুকিয়া। পরেরদিন মঙ্গলবার সকাল আটটা নাগাদ দেবর সাইবুর তার দাদার অনুপ‌স্থি‌তি‌তে বউদির বাড়িতে এসে গত রাতে সংগঠিত ঘটনা সম্পর্কে কাউকে কিছু জানিয়েছেন কিনা জানতে চায়। তিনি গোটা ঘটনা তাঁর স্বামীকে জা‌নি‌য়ে‌ছেন ব‌লে জানান। তা শুনে রা‌গে অগ্নিশর্মা হ‌য়ে অভিযুক্ত দেবর হা‌তে ধারা‌লো দা নি‌য়ে বউদির ওপর প্রা‌ণঘাতী হামলা করতে উদ্যত হয়। বউদি তখন প্রাণ বাঁচা‌তে ঘর থে‌কে দৌ‌ড়ে বাইরে বের হ‌ওয়ার চেষ্টা কর‌লে দেব‌রের দা‌য়ের কোপ প‌ড়ে তাঁর হা‌তে। এতে তি‌নি গুরতর আহত হন।

গৃহবধূ রুকিয়ার চিৎকারে আশপা‌শের মানুষ ছু‌টে এলে পা‌লি‌য়ে যায় দেবর সাইবুর রহমান। আহত‌ রুকিয়াকে উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য় স্থানীয় হাসপাতা‌লে নিয়ে যাওয়া হয়। তাঁকে চি‌কিৎসা করে বা‌ড়ি‌তে পাঠিয়ে দেন ডাক্তার।

ঘটনার খবর পেয়ে গৃহবধূর বড় ভাই নজরুল হক এদিন বিকালে কাঁঠালত‌লিতে গিয়ে বো‌নের প্রাণ সংশয়ের ভ‌য়ে তাঁকে নিজেদের বাড়িতে নিয়ে যান। বর্তমানে গৃহবধূ রুকিয়া বেগম উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ফুলবাড়ির জলাইবা‌ড়ি গ্রা‌মের পিত্রাল‌য়ে রয়েছেন।

এদি‌কে এ খবর লেখা পর্যন্ত অভিযুক্ত‌কে পু‌লি‌শ আটক করেছে বলে জানা যায়‌নি। জানা গেছে, সে গ্রেফতারের ভয়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *