BRAKING NEWS

৫ নভেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক, আসতে পারেন অমিত শাহ

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.) : আগামী ৫ নভেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক বসছে। এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা রয়েছে। পরিষদের চেয়ারম্যান হিসেবে ওই বৈঠকে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের। নবান্ন সভাঘরে ওই বৈঠকে পরিষদের সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে থাকার কথা ঝাড়খণ্ডের হেমন্ত সরেন, বিহারের নীতীশ কুমার, ওড়িশার নবীন পট্টনায়ক এবং সিকিমের প্রেম সিং তামাং-এর।

এদিকে, ২৭ ও ২৮ অক্টোবর হরিয়ানার সুরজকুন্ডে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসবেন অমিত শাহ। তবে, এই বৈঠকে মমতা যোগ দেবেন না। ২৮ অক্টোবর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *