চাঁদা না দেয়ায় বাড়িতে ঢুকে যুবককে পিটিয়ে মারল দুসৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷  চিকিৎসা চলাকালীন শনিবার জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাপস রায়৷ রবিবার ময়না তদন্ত শেষে তুলে দেওয়া হয় মৃতদেহ৷
শুক্রবার রাতে অমরপুর থানার অন্তর্গত ছেলাগাং সুভাষ কলোনি এলাকায় চাঁদাকে কেন্দ্র করে তাপস রায় নামে ২৬ বছরের এক যুবককে বেধড়ক মারধর করে৷ গুরুতর আহত হয় সেই যুবক৷ পরে আহত যুবকের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক৷ পরিবারের কাছ থেকে জানা যায় তাপস রায় নামে ওই যুবকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেছিল স্থানীয় কিছু বখাটে যুবক৷ কিন্তু সেই চাঁদা দিতে অস্বীকার করে তাপসকে শুক্রবার সেই যুবকেরা বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর করে৷ তখন তাপস এবং তার মা এগিয়ে আসলে মারধর করা হয় বলে অভিযোগ৷ গুরুতর আহত হন তাপস৷ আহত যুবক চিকিৎসা চলাকালীন শনিবার জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ রবিবার ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ৷ ঘটনায় নেমে আসে শোকের ছায়া৷
তাপস হত্যায় নয়া মোড়৷ ধৃত তিন৷ চেলাগাঙ্গের হত্যা কাণ্ড অর্থাৎ তাপস রায়ের হত্যা কাণ্ডে নয়া মোড় উঠে এসেছে৷ রবিবার নতুন বাজার থানার পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে৷ তাপস রায়ের পরিবারের অভিযোগ মূলে তদন্ত করেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতরা হল, লালু দাস(৩৪), দীপঙ্কর দাস(৩৪), বিপুল দাস(৪৮)৷ তাদের রবিবার সকালে চেলাগাং সুভাষ কলোনি এলাকা থেকে গ্রেফতার করেছে নতুন বাজার থানার পুলিশ৷ অভিযুক্তের তালিকায় আরও অনেকের নাম থাকলেও তারা বেশিরভাগই পলাতক বলে সুত্রের খবর৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রচুর পুলিশ ও টি এস আর মোতায়েন করা হয়েছে যেকোনো অপ্রীতিকর ঘটনাকে এড়াতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *