Telangana :তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ নকশাল সংগঠনের শীর্ষ নেত্রী উষা রানীর

হায়দরাবাদ, ৯ অক্টোবর (হি.স.) : শীর্ষ নকশাল নেত্রী আলুরি উষা রানী ওরফে বিজয়ক্কা ওরফে পোচাক্কা ওরফে ভানু দিদি শনিবার রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গুন্টুর জেলার তেনালির বাসিন্দা, দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির উত্তর সাব জোনাল ব্যুরোর বিভাগীয় কমিটির সদস্য বলে তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশের এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন।

রানী অপূর্ণ আকাঙ্খা এবং স্বাস্থ্য সমস্যা উল্লেখ করে আত্মসমর্পণ করেছে। তিনি সমাজে পরিবর্তন আনতে অনেক প্রত্যাশা নিয়ে সংগঠনে যোগ দেয় এবং তিন দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
বিবৃতিতে বলা হয়েছে, “যেহেতু তার আকাঙ্খা পূরণ হয়নি এবং দীর্ঘ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তার স্বপ্ন বাস্তবায়নের কোনো আশা ছিল না, তাই তিনি স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ করে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।”

পুলিশের মতে, রানী তেলেঙ্গানা ও ছত্তিশগড়ে বেশ কয়েকটি হিংসামূলক ঘটনার সঙ্গে জড়িত ছিল। তিনি দুই রাজ্যে নকশাল হিসাবে তার জীবনকালে মোট ১৪টি অপরাধে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর উপর পাঁচটি হামলা, পুলিশের সাথে তিনটি গুলি বিনিময়, সরকারি ও বেসরকারি ভবনে বিস্ফোরণের তিনটি মামলা, একটি অপহরণ মামলাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *