Chess:পূর্বোত্তর দাবা আসমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর।। আসমের দিরাং-‌ এ অনুষ্ঠিত হবে পূর্বোত্তর দাবা প্রতিযোগিতা। আসম দাবা সংস্থার উদ্যোগে এবং দিরাং দাবা সংস্থার সহযোগিতায়। ১৪-‌১৮ ডিসেম্বর হবে আসর। পূর্বোত্তরের দাবাড়ুরা অংশ নিতে পারবে আসরে। অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ইতিমধ্যেই রাজ্য দাবা সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *