BRAKING NEWS

T-20:সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, সিরিজ জেতা হাতছানি রোহিতদের কাছে

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.) : রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছে ভারত। কিন্তু চলতি সিরিজ নয়, বরং সামগ্রিক আলোচনাটাই থাকল বুমরাহকে নিয়ে। আসন্ন টি-২০ বিশ্বকাপে জশপ্রীত বুমরাহকে নিয়ে এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁকে পাওয়া নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে দ্রাবিড় বলে দেন, “আমরা বুমরাহ নিয়ে সরকারি বার্তার অপেক্ষায় আছি। সেটা পেলে তার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আপাতত তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই। আমি ডাক্তারি রিপোর্টে ঢুকতে চাই না। বরং আমি বিশেষজ্ঞদের মতামতের অপেক্ষায় আছি। যতক্ষণ না সরকারি বার্তা আসছে যে, বুমরাহ বিশ্বকাপে খেলতে পারবে না, ততক্ষণ আমরা আশা ছাড়তে রাজি নই।”

তিরুবন্ততপুরমে প্রথম ম্যাচে ৮ উইকেটে প্রোটিয়াদের পরাস্ত করার পর আজ রবিবার সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারতীয় দল। দেশের মাটিতে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের হাতছানি রোহিত শর্মাদের কাছে। টি২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতলে তার চেয়ে বড় কিছু মনোবল বাড়ানোর জিনিস হতেই পারে না রোহিতদের কাছে। চলতি সিরিজ কিছুতেই মঙ্গলবার ইন্দোরে শেষ ম্যাচ পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় না টিম ইন্ডিয়া। এই টি২০ সিরিজ খেলেই ওয়ানডে-তে না খেলে রোহিত, বিরাট কোহলি সহ টিম ইন্ডিয়ার অনেকেই আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন। অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতায় জোর দিচ্ছে টিম ইন্ডিয়া। গুয়াহাটিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টি২০ বিশ্বকাপের আগে একটা ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাক, তা কিছুতেই চাইছে না দুদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *