BRAKING NEWS

Durga Puja:পুজোয় জনজোয়ার বর্ধমানের মণ্ডপগুলিতে

বর্ধমান, ২ অক্টোবর (হি. স.) : পুজোর শুরুতে শনিবার বৃষ্টিতে রাজ্য ভিজলেও মানুষের উন্মাদনায় ভাঁটা পড়েনি ৷ কলকাতা হাওড়ার পাশাপাশি এবার ঠাকুর দেখতে ভিড় উপচে পড়ছে জেলার মণ্ডপগুলিতে । ষষ্ঠীতে মানুষের জনজোয়ার দেখা গিয়েছে বর্ধমানের মণ্ডপে মণ্ডপে ৷ ভিড় দেখা যাচ্ছে সপ্তমীতেও ।

আজ মহাসপ্তমী ৷ ইতিমধ্যে কলকাতা-সহ জেলার মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়ছে ৷ পুজোর শুরুতে শনিবার বৃষ্টিতে রাজ্য ভিজলেও মানুষের উন্মাদনায় ভাঁটা পড়েনি ৷ বর্ধমানের মণ্ডপে মণ্ডপে মানুষের জনজোয়ার দেখা গিয়েছে ৷ শহরের আলমগঞ্জ বারোয়ারির পুজো এ বছর ৭২তম বর্ষে পদার্পণ করল ৷ তাদের এবারের থিম রাজস্থানের শিল্প খোঁজা বাংলায় । রাজস্থানের রাজবাড়ির আদলে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ ৷ এছাড়া বর্ধমানে রয়েছে আরও উল্লেখ্যযোগ্য কিছু পুজো ৷ যেমন, পায়রাখানা গলির ময়ূর মহল মাতৃ সংঘের এবারের থিম-এ এক অন্য জগতে মা । আলো ও থার্মোকলের কাজে দর্শনার্থীদের নজর কাড়ছে এই পুজো মণ্ডপ । ৬১তম বর্ষে লাল্টু স্মৃতি সংঘ এ বছর তুলে ধরেছে চালচিত্র । পুরাণ, রামায়ণ, মহাভারত-সহ প্রাচীন গ্রন্থের কাহিনী পটচিত্রের মাধ্যমে চালচিত্রে তুলে ধরা হয়েছে মণ্ডপে। যা দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন সাধারণ মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *