ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। রাজ্য সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুল। ৩৪১ পয়েন্ট নিয়ে দলগত বিভাগে রাজ্যের সেরা হলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের সঁাতারুরা। দ্বিতীয় স্থান দখল করে পশ্চিম জেলা। তিনদিন ব্যাপী রাজ্য স্কুল সঁাতার বৃহস্পতিবার শেষ হয়। বাধারঘাটের রাইমা সুইমিং পুলে। আসরে দলগত বিভাগে ৩৪১ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। ১৯১ পয়েন্ট নিয়ে পশ্চিম জেলা রানার্স, ১৭৬ পয়েন্ট পেয়ে গোমতি জেলা তৃতীয় এবং ৬৮ পয়েন্ট পেয়ে উত্তর জেলা চতুর্থ স্থান দখল করে। এদিন সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেনপশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ওয়াই পি ও কৃষ্ণ কান্ত ভট্টাচার্য, সিনিয়র শারীর শিক্ষক বাদল বনিক এবং পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন। শেষ দিনে অনূর্ধ্ব-১৯ বালকদের ১০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের জাহির হুসেন, অনূর্ধ্ব-১৭ বালকদের ১০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শনমন ত্রিপুরা, অনূর্ধ্ব-১৭ বালিকাদের ১০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের অসীমা দেববর্মা, অনূর্ধ্ব-১৪ বালকদের ১০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের রাজু দাস, অনূর্ধ্ব-১৪ বালিকাদের ১০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শাকিরা আক্তার, অনূর্ধ্ব-১৯ বালকদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে গোমতি জেলার হাফিজ খান, অনূর্ধ্ব-১৯ বালিকাদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে গোমতি জেলার রেশ্মি জমাতিয়া, অনূর্ধ্ব-১৭ বালকদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শাকিব উদ্দিন,অনূর্ধ্ব-১৭ বালিকাদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের গীতা দেবনাথ, অনূর্ধ্ব-১৪ বালকদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রকাশ সিনহা, অনূর্ধ্ব-১৪ বালিকাদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের নিশা সিনহা প্রথম স্থান দখল করে।
2022-09-29

