নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর : গার্ধাং বাজার সংলগ্ণ এলাকায় যান দুর্ঘটনায় আহত এক ও নিহত এক৷ ঘটনার বিবরণে জানা যায় বুধবার সন্ধ্যা ৫ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার থানায় খবর আসে গার্ধাং বাজার সংলগ্ণ এলাকায় যান দুর্ঘটনা ঘটে৷ ঘটনার খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারেন টিআর ০৮ সি ১৭৫৬ নাম্বারের মালবাহী ট্রাক ও টি আর ০৮ সি ৪৫৪৩ নাম্বারের বাইকে সজোরে ধাক্কা দেয়৷ এতে করে বাইক চালক ও বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে যায়৷
দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসাপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে ও অপর একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে৷ জানা যায় মালবাহী ট্রাকটি বিলোনিয়ার উদ্দ্যেশ্যে যাচ্ছিলো ও অপরদিকে বাইকটি শান্তির বাজারের দিকে আসতে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে৷ এই দুর্ঘটনায় মৃত যুবক হলো চেলাবাই মগ (২৭) ও আহত হলো অংথাই মগ (২৭)৷ দুজনেই গার্ধাং এলাকার বাসিন্দা বলে জানা যায়৷ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইক ও গাড়ীটি আটক করে শান্তির বাজার থানায় নিয়ে আসে৷