সমগ্র দেশকে ঐক্যের সুতোয় একত্রিত করে সরকারি ভাষা হিন্দি : অমিত শাহ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): দেশ যখন বুধবার হিন্দি দিবস উদযাপন করেছে, এই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, হিন্দি সমস্ত ভারতীয় ভাষার বন্ধু এবং সরকারি ভাষা হিন্দি “সমগ্র দেশকে ঐক্যের সুতোয় একত্রিত করে।” নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার হিন্দি-সহ সমস্ত স্থানীয় ভাষার “সমান্তরাল উন্নয়ন” করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

অমিত শাহ এদিন হিন্দিতে টুইট করে লিখেছেন, “সমগ্র দেশকে ঐক্যের সুতোয় একত্রিত করে সরকারি ভাষা হিন্দি। হিন্দি সমস্ত ভারতীয় ভাষার বন্ধু। মোদী সরকার হিন্দি-সহ সমস্ত স্থানীয় ভাষার সমান্তরাল বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি সেই মহান ব্যক্তিত্বদের অভিবাদন জানাই যারা হিন্দি সংরক্ষণ ও প্রচারে অবদান রেখেছেন। সকলকে শুভ ‘হিন্দি দিবস’।”ভিডিও বার্তায় অমিত শাহ বলেছেন, ভারতের সমস্ত ভাষা গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত ভাষার নিজস্ব সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তিনি বলেন, বিভিন্ন ভারতীয় ভাষার সঙ্গে সমন্বয় স্থাপন করে হিন্দি মানুষের মনে একটি বিশেষ স্থান অর্জন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারি কাজে হিন্দির ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *