BRAKING NEWS

খেলাধুলার মধ্যে ফুটবল অন্যতম জনপ্রিয় খেলা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আজ ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ফটিকরায় অটল স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইন্যাল ম্যাচ এর উদ্বোধন করেন। জগন্নাথপুর এফ সি বনাম দারচে এফ সি-র মধ্যে ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। গত ১৬ আগস্ট এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ ফাইন্যাল খেলায় জগন্নাথপুর এফ সি ২-০ গোলে দারচে এফ সি-কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।

প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচ শুরুর আগে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বলেন, খেলাধূলার সাথে আমরা সবাই ছোটবেলা থেকেই পরিচিত। বিভিন্ন খেলাধূলার মধ্যে ফুটবল অন্যতম জনপ্রিয় খেলা। তিনি বলেন, এই খেলায় উত্তেজনা থাকে। কিন্তু উত্তেজনাকে প্রশমিত করে খেলাকে যেন আমরা সবাই ভালোবাসি সেদিকে নজর রাখতে হবে। মুখ্যমন্ত্রী মাঠের চারপাশে বিরাট সংখ্যক মানুষের উপস্থিতির জন্য ক্রীড়ামোদি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। স্বাগত বক্তব্য রাখেন বিধায়ক সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, টি আই ডি সি’র চেয়ারম্যান টিঙ্কু রায়, ঊনকোটির জেলাশাসক ও পুলিশ সুপার প্রমুখ।কুমারঘাট সফরে এসে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আজ প্রথমে ভবতারিণী মন্দির পরিদর্শন করেন ও পূজা দেন। তাঁর সাথে ছিলেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *