BRAKING NEWS

বিলোনীয়ায় সারা ভারত কৃষক সভার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

বিলোনীয়া, ১৩ সেপ্টেম্বর :  সারা ভারত কৃষক সভা বিলোনীয়া মহকুমা কমিটির উদ্যোগে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয়ে করুনা রায় স্মৃতি কনফারেন্স হলে ৫৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়৷ সেমিনারের বিষয় ছিল বিপন্ন কৃষক ও কৃষি ব্যবসা বিধবস্ত অর্থনীতি আক্রান্ত গনতন্ত্র৷ পাশাপাশি  পাইখলা ঐতিহাসিক জমি আন্দোলনের উপর বিস্তারিত ভাবে আলোচনা রাখেন বামফ্রন্টের আহ্বায়ক কৃষক নেতা নারায়ণ কর৷ তিনি বলেন সারা দেশের কৃষকদের সাথে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করে আসছে সার বীজ ঔষধ সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন ভাবে সমস্যা সৃষ্টি করছে৷ তার থেকে উত্তরনের জন্য সময়োপযোগী গনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করা৷  কৃষক সভার সংগঠনকে মজবুত শক্তিশালী করার লক্ষ্যে আরো বেশি পরিমানে শ্রমিক কৃষক মজদুর ও সাধারণ অংশের জনগণ কে সংগঠিত করে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগঠিত করার আহ্বান রাখেন৷ এছাড়াও এইদিনের সেমিনারে আলোচনা রাখেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তথা কৃষক নেতা বাসুদেব মজুমদার৷ কৃষক সভার আয়োজিত সেমিনারে ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক কৃষক নেতা নারায়ণ কর, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর সেন, সারা ভারত কৃষক সভার বিলোনীয়া মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ, গণমুক্তি পরিষদের নেতৃত্ব সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *