নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): আগস্ট মাসে জিএসটি থেকে সরকারের আয় হয়েছে সর্বোচ্চ। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হল। আগস্ট মাসে পণ্য ও পরিষেবা কর থেকে ১,৪৩,৬১২ কোটি টাকা সংগ্রহ করেছে ভারত। গত বছর আগস্টের তুলনায় এ বছর সংগৃহীত জিএসটি-র পরিমাণ ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লাগাতার ছয় মাসের জন্য জিএসটি থেকে মাসিক আয় ১.৪০ লক্ষ কোটি টাকার বেশি ছিল।
আগস্টে জিএসটি থেকে মোট আয় হয়েছে ১.৪৩ লক্ষ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি রয়েছে ২৪,৭১০ কোটি টাকা। রাজ্যের সংগ্রহ এখানে ৩০,৯৫১ কোটি টাকা। আর ইন্টিগ্রেটেড জিএসটি থেকে সংগ্রহ হয়েছে ৭৭,৭৮২ কোটি টাকা। এর মধ্যে পণ্য আমদানি থেকে সংগৃহীত হয়েছে ৪২,০৬৭ কোটি টাকা। সেস থেকে সংগ্রহ হয়েছে ১০,১৬৮ কোটি টাকা। এর মধ্যে পণ্য আমদানি থেকে পাওয়া গিয়েছে ১,০১৮ কোটি টাকা। সরকারের তরফে জানানো হয়েছে, জুনের তুলনায় জুলাইতেও বেড়েছিল জিএসটি সংগ্রহ। অর্থমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, আইজিএসটি-র থেকে সিজিএসটি দেওয়া হয়েছে ২৯,৫২৪ কোটি টাকা এবং রাজ্যের মিলেছে ২৫,১১৯ কোটি টাকা। ভাগাভাগির পর কেন্দ্রের মোট সংগ্রহ ৫৪,২৩৪ কোটি টাকা। রাজ্যের সংগ্রহ ৫৬,০৭০ কোটি টাকা।

