BRAKING NEWS

কয়েকজন ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন, মঙ্গলবার থেকে শুরু ফিটনেস ক্যাম্প

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। আজ থেকে শুরু হচ্ছে রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে ফিটনেস ক্যাম্প। এম বি বি স্টেডিয়ামে আজ দুপুর ১২ টায় রিপোর্ট করবেন ক্রিকেটাররা। এর জন্য ফিটনেস ক্যাম্পে ডাক পেলেন ৪২ জন সিনিয়র ক্রিকেটার। ওই ৪২ জন ক্রিকেটারের মধ্যে কয়েকজন ক্রিকেটারের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রীড়ামহলে। প্রশ্ন দেখা দিয়েছে, সদ্যসমাপ্ত সদর সিনিয়র টি-‌২০ ক্রিকেটে এমন কী পারফরম্যান্স করলেন ওই ক্রিকেটাররা যে ডাক পেলেন ফিটনেস ক্যাম্পে। মূলত সৈয়দ মুস্তাক আলি টি-‌২০ ক্রিকেটের জন্যই ত্রিপুরা দল বাছাই এর লক্ষ্যে ওই ক্যাম্প। এর থেকেই বাছাই করা হতে পারে ত্রিপুরা দল। তাহলে তেমন কোনও পারফরম্যান্স না করে কোনও যুক্তিতে শিবিরে ডাক পেলেন কৃতিদীপ্ত দাস, সঞ্জয় মজুমদার, অর্কপ্রভ সিনহা, লক্ষ্মণ পাল, জয়কিষান সাহা,অনুরুদ্ধ সাহা এবং তন্ময় দাস। যতটুকু খবর তন্ময় দাসকে সম্ভবত বেশী ম্যাচ খেলানো হয়নি। তারপরও কীভাবে ডাক পেলেন ফিটনেস ক্যাম্পে। অথচ প্রতিভাবান অলরাউন্ডার অপূর্ব বিশ্বাস এবং দ্বৈপায়ন ভট্টাচার্যকে ডাকা হয়নি ক্যাম্পে। জানা গেছে, গেলোবছরই নাকি প্রকাশ্যে মাঠে অভব্য আচরণ দ্বৈপায়নের সঙ্গে করেছিলেন রাজ্য সংস্থার এক প্রভাবশালী কর্তা। একথা খোদ জানান দ্বৈপায়ন। এরপর থেকে আর ডাক পাননি ওই প্রতিভাবান বাঁহাতি স্পিনারটি। ২০১৯ সালে রণজি ট্রফিতে ভালো বল করে ওড়িশা, মহারাষ্ট্রের বিরুদ্ধে উইকেট পেয়েছিলো। তারপরের বছর থেকেই আর সুযোগ পাচ্ছেন না। প্রশ্ন উঠেছে কেনও ডাকা হচ্ছে না দ্বৈপায়নকে?‌ এদিকে আজ থেকে শুরু হবে ১০ দিনব্যাপী ওই ফিটনেস ক্যাম্প। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:‌বিক্রম কুমার দাস, বিশাল ঘোষ, রজত দে, শ্রীদাম পাল, মণিশঙ্কর মুড়াসিং, অমিত আলি, শঙ্কর পাল, অজয় সরকার,  শারুখ হুসেন, অভিজিৎ সরকার, সম্রাট সূত্রধর, উদীয়ান বসু, নুরুপম সেন, অর্জুন দেবনাথ,তেজস্বী জশোয়াল, সম্রাট সিনহা, রাণা দত্ত, পারভেজ সুলতান, শুভম ঘোষ, সঞ্জয় মজুমদার, স্বরব সাহানি, অর্কপ্রভ সিনহা, কৌশল আচার্য, নিরুপম সেন চৌধুরি, চিরঞ্জীৎ পাল, তাপস মন্ডল, বিক্রম দেবনাথ, চন্দন রায়, জয়দীপ বনিক, ইন্দ্রজিৎ দেবনাথ, জয়দীপ ভট্টাচার্য,সেন্টু সরকার, কৃতিদীপ্ত দাস, জয় কিষান সাহা, লক্ষ্মণ পাল, তন্ময় দাস, অমরেশ দাস, দীপায়ন দেববর্মা, অভিজিৎ চক্রবর্তী, অনিরুদ্ধে সাহা, পল্লব দাস এবং সন্দীপ সরকার। ট্রেণার:‌ অজিতাভ নাথ।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *