বিলোনীয়ায় সেচের অভাবে চাষাবাদে সমস্যা, দাবি কৃষক সভার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৪ আগস্ট৷৷ সারাভারত কৃষক সভা বিলোনীয়া মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ সাংবাদিক সম্মেলনে কৃষকসভার নেতৃত্ব জানান বর্তমান সময়ে সেচের অভাবে বিলোনিয়া মহকুমার  প্রায তেরশ কানির উপরে জমি ধান রোপনের বাইরে চলে গেছে জল সেচের অভাবে৷ জলসেচের বিভিন্ন বিষয় নিয়ে জল সম্পদ দপ্তর ও কৃষি দপ্তরে বহুনবার ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে৷ কিন্তু দপ্তর কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেনি৷ জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কোন হেলদোল নেই বলেও অভিযোগ করেন৷  বিশেষ করে বাজারে ইউরিয়া সারের একটা সংকট লক্ষ্য করা যাচ্ছে৷ তরমুজ চাষীদের বীজ স্টোর এর মাধ্যমে আগে দেওয়া হতো কিন্তু বর্তমানে এই তরমুজ চাষীদের একাউন্টে ৫০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার তাও সঠিকভাবে হচ্ছে না৷ তাছাড়া রাবার চাষী, কাজু বাদাম চাষে ও পান চাষীরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে তাদের চাষের কাজ ঠিকমতো করতে পারছে না বলে অভিযোগ করেন৷ এছাড়া আরো অভিযোগ রেগার  কাজ নেই বললেই চলে, এসমস্ত স্থানীয় দাবিগুলি নিয়ে সেপ্ঢেম্বর মাসে কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে আন্দোলন সংগঠিত করবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা৷ আগস্ট-সেপ্ঢেম্বর মাস কৃষক সভা বিলোনিয়া মহকুমার বিভিন্ন বাড়ি বাড়ি যাবে এবং সভ্যপদ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবে এছাড়া ওনারা গ্রীষ্মকালীন সবজি করার ক্ষেত্রেও এই জল সেচের কারণে জলসেচ গুলি ঠিক না করা হয় তার উপরও প্রভাব পড়তে পারে বলে দাবি করেন৷ পাশাপাশি ধানের ক্রয়মূল্য বৃদ্ধি করার দাবি রাখেন এদিনের সাংবাদিক সম্মেলনে৷ পেট্রোল ডিজেল কেরোসিন পাশাপাশি ইলেকট্রিক বিলের মূল্য বৃদ্ধির কারনে তারও প্রভাব পরছে   চাষের উপরে৷ এরফলে কৃষকরা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে বলে দাবি করেন কৃষকসভার নেতৃত্বরা৷এদিনের সাংবাদিক  সম্মেলনে ছিলেন কৃষক সভার বিলোনিয়া মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ, সভাপতি নির্মল ভৌমিক, সহ-সভাপতি মানিক মহাজন, কৃষক নেতৃত্ব বিকাশ পাল সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *