BRAKING NEWS

শিক্ষককে মারধরের প্রতিবাদে টাকারজলায় পথ অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷  শিক্ষককে মারার অভিযোগ এনে পড়ুয়াদের রাস্তা অবরোধ৷ ঘটনা টাকারজলা এলাকায়৷ রাস্তা অবরোধের ফলে ব্যাহত হয় যান চলাচল৷ দর্ভোগ পোহাতে হয়েছে সাধারন জনগণকে৷ ঘটনার বিবরনে প্রকাশ, মঙ্গলবার সকালে টাকারজলা হাই সুকলের শিক্ষক শরৎ দেববর্মার উপর চড়াও হয় জনাকয়েক ব্যক্তি৷ মনোজ দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, জ্যোতিষ দেববর্মা নামে কয়েকজন যুবক ওই শিক্ষককে মারধর করেছে বলে অভিযোগ৷ অভিযুক্তদের নাম ধাম দিয়ে টাকারজলা থানায় মামলা ও দায়ের করেছেন ওই শিক্ষক৷ এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে চার অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে৷ কিন্তু তারপরেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র ছাত্রীরা৷ ঘটনার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এলাকা জুড়ে৷ শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিমত ছাত্র ছাত্রিদের রাস্তা অবরোধের বিষয়টি ট্র্যাডিশনে পরিণত হয়েছে৷ যে কোন বিষয় নিয়েই ছাত্র ছাত্রীরা আন্দোলনে সামিল হচ্ছে৷ এদিকে পুলিশের বক্তব্য, ঘটনার সম্পর্কে অভিযোগ পাওয়ার পরেই ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে৷ বাকি সম্পূর্ণ বিষয়টি তদন্ত সাপেক্ষ৷ ছাত্র ছাত্রীদের রাস্তা অবরোধের বিষয়টি অযৌক্তিক বলে দাবি প্রশাসনের৷ তবে দীর্ঘ সময় আন্দোলন চলার পরে প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় রাস্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *