BRAKING NEWS

বিলোনীয়ায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৩ আগস্ট৷৷  হর ঘর তিরঙ্গা- তিন দিনব্যাপী এই মহোৎসব সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে আজ বিলোনিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের প্রাঙ্গণে সকাল সাড়ে সাতটায় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগদীশ চন্দ্র নম :মহোদয়৷ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের বিভিন্ন ডাক্তার আধিকারিক  ও কর্মীগণ৷

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগদীশচন্দ্র নম :মহোদয় উনার সংক্ষিপ্ত আলোচনায় হর ঘর তিরঙ্গা এই তিন দিনব্যাপী  মহোৎসবের  তাৎপর্য ও ব্যাখ্যা করেন৷ জাতীয় পতাকা উত্তোলনের পর কার্যালয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷ অন্যান্য আধিকারিকগণ ও  সমস্ত কর্মীসহ এক রেলির মাধ্যমে বিলোনিয়া শহর পরিক্রমা করেন৷ তারপর পূর্ব সূচি অনুযায়ী ক্যান্সার আক্রান্ত রোগীদের প্যালিয়েটিভ কেয়ার এর জন্য সাতটি মেডিকেল টিম বেরিয়ে পড়েন বিলোনিয়া মহকুমার বিভিন্ন প্রান্তে৷ মেডিকেল টিমগুলিতে ছিলেন সিএমও ডাক্তার জগদীশ চন্দ্র নম :  ডিএমও ডাক্তার সুব্রত দাস, ডিএফ ডব্লিউও   ডাক্তার মনিশ চৌধুরী, ডিআইও ডাক্তার বিতান সেনগুপ্ত, ডিএনও কোভিত-১৯ ডাক্তার সৌরভ দাস, ডাক্তার অলক দাস এবং ডাক্তার ভানুশ্রী চৌধুরী৷ প্রতিটি টিমে ডাক্তারদের সঙ্গে আরও ছিলেন স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অফিসার ও এমপিডব্লিউ৷ এইভাবে আজ ২৭ জন ক্যান্সার আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে রোগীদের শারীরিক অবস্থা চেকআপ করেন, তাদের সঙ্গে মতবিনিময় করেন, প্রয়োজনীয় ঔষধ ও খাবার সামগ্রী বিতরণ করেন৷  মুখ্য স্বাস্থ্য আধিকারিক তত্ত্বাবধানে আজ এই কর্মসূচির মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত রোগী ও পরিবারের মাঝে এই বার্তা দিতে চেয়েছেন যে রোগীরা কোনমতে সমাজে অবহেলিত নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *