কৃষকদের উৎপাদিত সামগ্রী বৃহৎ বাজারে পৌঁছে দিতে ও তাঁদের উপার্জন বৃদ্ধির উদ্দেশ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিরলসভাবে চালাচ্ছে কিষান রেল

মালিগাঁও, ০৯ আগস্ট, : সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে এবং বৃহৎ বাজারে কৃষকদের সামগ্রী পরিবহণ করার সাহায্যে উত্তর পূর্ব অঞ্চল থেকে ও পর্যন্ত কিষান রেল ট্রেনের পরিষেবা অব্যাহত রেখেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। চলিত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পশ্চিমবঙ্গের ধুপগুড়ি, ফালাকাটা ও জলপাইগুড়ি থেকে ত্রিপুরার আগরতলা ও অসমের ভাঙ্গায় আলু পরিবহণের জন্য পনেরোটি কিষান রেল ট্রেন চালিয়েছে।  

২০২১-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২,৫০০ টনেরও অধিক সামগ্রী পরিবহণের জন্য ৪০ ট্রিপ কিষান রেল চলাচল করেছে। বর্তমান বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬,৫০০ টনেরও অধিক সামগ্রী পরিবহণের জন্য ১৫ ট্রিপ কিষান রেল চালানো হয়েছে।

কিষান রেলের দ্বারা ফলমূল ও শাক-সবজি পরিবহণের মাসুলের ক্ষেত্রে ৫০% সাবসিডি প্রদান করা হয়, যার ফলে কৃষকরা লাভান্বিত হয়। দেশের বিভিন্ন স্থানের বাজারে ফলমূল ও শাক-সবজির মতো পচনশীল, কৃষিজাত সামগ্রী পরিবহণে সাহায্য করছে কিষান রেল ট্রেন। যার ফলে কৃষক/উৎপাদকরা নিজেদের উৎপাদিত সামগ্রীর জন্য ভালো মূল্য লাভ করেন।  

বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে “কিষান রেল”-এর দ্বারা আগরতলা, ডিমাপুর, চাংসারি, নিউ গুয়াহাটি, যোরহাট টাউন, আজারা, তিনসুকিয়া, ভাঙ্গার মতো স্থানগুলিকে আওতাভুক্ত করা হয়েছে। কিষান রেল পরিষেবা সম্পর্কে অধিক তথ্যের জন্য, কেউ ডিভিশনাল অথবা মুখ্য কার্যালয় স্তরের আধিকারিকের সাথে যোগাযোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *