BRAKING NEWS

দিল্লিতে বাড়ছে ডেঙ্গু; আগস্টেই শুরুতেই আক্রান্ত ৫ জন, চলতি বছরে ১৭৪

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। আগস্টের প্রথম এক সপ্তাহেই দেশের রাজধানীতে মশাবাহিত রোগে অসুস্থ হয়েছেন ৫ জন। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ১৭৪টি ডেঙ্গু আক্রান্তের ঘটনা সামনে এসেছে। কিছুতেই কমানো যাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন এবং জুলাই মাসে ২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। আগস্ট মাসের প্রথম সপ্তাহেই দিল্লিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ জন, সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যেই স্বস্তির বিষয় হল, চলতি বছর দিল্লিতে এখনও পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু’জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে। তবে শুধু ডেঙ্গু নয়, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগও ছড়িয়েছে রাজধানীর বুকে। দিল্লিতে চলতি সপ্তাহেই দু’জন ম্যালেরিয়ায় অসুস্থ হয়েছেন, চলতি বছর এখনও পর্যন্ত ৩৫টি ম্যালেরিয়ার ঘটনা সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *