BRAKING NEWS

প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ ত্রিপুরায় মহিলাদের ক্ষমতায়ন এবং উন্নয়নকে সামনে রেখে, রাজ্য মহিলা কমিটির ঘোষণা করলেন ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস৷ ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস রবিবার আগরতলার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য মহিলা কমিটির ঘোষণা করেছে৷
রাজ্য মহিলা কমিটি ঘোষণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব এবং অন্যান্য নেতৃবৃন্দরা৷ এইদিন ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব মহিলা কমিটি ঘোষণা করার সময় বলেছেন, ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসে ৩০ জনকে নিয়ে প্রদেশ কমিটি গঠন করা হয়েছে৷ তার মধ্যে ৯ জন সহ -সভানেত্রী, ৬ জন সাধারণ সম্পাদিকা, ৬ জন সম্পাদিকা, ৮ জন কার্যনির্বাহী সদস্যা হিসেবে নিযুক্ত করা হয়েছে৷
তিনি আরো বলেন, আগামী ১১ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষ্যে  মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকল ৯ ঘটিকায় বটতলা বাজারের ব্যবসায়ী ভাইদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করা হবে৷ তারপর আমরা পশ্চিম পুরুষ ও মহিলা থানায় রাখিবন্ধন উৎসব পালন করা হবে৷ সেইদিনই দুপুর ১টার সময় আমাদের প্রদেশ কার্যালয়  দলের সমস্ত ভাইদেরকে রাখি পরিয়ে বরণ করে নেওয়া হবে৷ আগামী ১২ ও ১৩ অগাস্ট আমরা রাখিবন্ধন উৎসবের কর্মসূচি নিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পালন করা হবে৷ আগামী ২২ অগাস্ট দক্ষিণ জোনে ৭দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হবে, ২৯ আগস্ট পূর্ব জোনে ডেপুটেশন প্রদান করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *